রাজধানীতে ১৯৬৫ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (১৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. ফরমান আলী জানিয়েছেন, রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ১৯৬৫ সালের পর এটিই ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৬৫ সালে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো। এর আগে শুক্রবার রাজধানীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সবশেষ নয় বছর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল রেকর্ড করা হয়েছিলো।
সূত্রঃ ভোরের কাগজ
Aninda, Sub-Editor