রাজধানীর চকবাজার ইমামগঞ্জে একটি টাওয়ারে প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ ২ ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চকবাজারের এসকে টাওয়ারের তৃতীয় তলায় আগুন লাগে।

খরব পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, চকবাজারের এসকে টাওয়ারের তৃতীয় তলায় বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে। খবর পেয়ে চকবাজার, লালবাগসহ আশপাশের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্রঃ ইত্তেফাক