আসছে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৫ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর আয়োজনে উদযাপিত হবে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ ও  ৪র্থ বর্ষপূর্তী।

বিএমএসএস সাংবাদিকদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক খন্দকার আছিফুর রহমান এর অক্লান্ত পরিশ্রমে এটি সাংবাদিকদের একটি পরিবারে রুপান্তরিত হয়েছে। বিপদে কিংবা যেকোন সময় সাংবাদিকদের সহযোগীতা ও পাশে দাড়ানোই মূল লক্ষ্য।

রাজধানী ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ ও ৪র্থ বর্ষপূর্তী অনুষ্ঠান। সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হবে কয়েকশত সাংবাদিক।

বিএমএসএস সাংবাদিকদের পাশে দাঁড়ানো ছাড়াও সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ কার্যক্রম, শীত বস্ত্র বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে ।

বিএমএসএস জনকল্যাণে ও জাতীয় স্বার্থে অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিতদের পক্ষে কাজ করার অঙ্গিকার এগিয়ে যাচ্ছে।

— নিউজ ডেস্ক