Home অপরাধ ২১ আগস্ট গ্রেনেড হামলাঃ আসামি ইকবাল গ্রেপ্তার

২১ আগস্ট গ্রেনেড হামলাঃ আসামি ইকবাল গ্রেপ্তার

144
0

রাজধানীর দিয়াবাড়ি থেকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ইকবালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছে র‌্যাব।

এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‌্যাব পরিচালক।

২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়।

হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী। তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন।

সূত্রঃ ভোরের কাগজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here