ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে বাস।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (২৯ মে) আসামিদের তোলা হবে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুুলিশ। তাদেরকে রিমান্ড চাওয়া হবে রিমান্ড।

জানা গেছে, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনিবাসে নিজ গন্তব্যে আব্দুল্লাহপুর যাচ্ছিলেন ওই তরুণী। পথের মধ্যে ফাঁকা রাস্তায় তাকে ৬ জন গণধর্ষণ করে।

পরে মিনিবাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা তরুণীকে গণধর্ষণের অভিযোগে বাসের চালক ও তার সহযোগীসহ ৬ জনকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়।

পরে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সূত্রঃ ভোরের কাগজ