রাজধানীর সদরঘাটের তৈলঘাটে ওয়াটার বাসডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচ জনকে।

নৌপুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার এএসআই হাসান আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন ।রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে ওয়াটার বাসটি যাত্রী নিয়ে ডুবে যায়।সদরঘাট নৌথানার উপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, নৌযানটির কী পরিমাণ যাত্রী নিখোঁজ আছে, তা এখনও জানা যায়নি। রাত নয়টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

তিনি আরও জানান, রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল নৌযানটি। মাঝনদীতে বালুবোঝাই এমভি আরাবি নামে বাল্কহেডের ধাক্কায় এটি ডুবে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা চারজনের মরদেহ উদ্ধার করেছে। জীবিত উদ্ধার করেছে পাঁচজনকে। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরষ। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে কোস্ট গার্ডের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সদরঘাটের বিপরীত পাশে বাসটি ডুবে যায়। এর পরপরই সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ উদ্ধার কাজে যোগ দেয়। ওয়াটার বাসটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে, অধিকাংশ যাত্রী তীরে উঠে গেছেন।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ