দুই দশক আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলে বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে ১৪ বছর সাজা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় ঘোষণা করা হয়।

ভাষার মাসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় বাংলায় ঘোষণা করেন হাইকোর্ট।

সূত্রঃ মানবকণ্ঠ