নিজস্ব প্রতিনিধিঃ চলমান লকডাউনে সরকারী বিধিনিষেধ এর মধ্যে একটি হলো কোন রেষ্টুরেন্টে বসে খাওয়া যাবেনা, পার্সেল নেয়া যাবে। কিন্তু রাজধানীর ২টি বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি মার্কেটের ফুড কোর্টে তার চিত্র পুরোপুরি ভিন্ন।
সরেজমিনে যমুনা ফিউচার পার্কের ফুডকোর্টে দেখা যায় প্রচুর মানুষের ভিড়, লাইন দিয়ে টোকেন/খাবার নিচ্ছে কিন্তু মানা হচ্ছে না পুরোপুরি স্বাস্থ্য বিধি। মাস্ক পড়েছেন বেশীরভাগ মানুষ ও বিক্রেতা কিন্তু নেই দূরত্ব। আর আইন অনুযায়ী তো বসে খাওয়ার নিয়ম নেই। সেই প্রশ্নে নীরব কর্তৃপক্ষ। মাইকিং করে যদিও কর্তৃপক্ষ বলছেন নিয়ম মানতে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়কেই সেটা মানতে দেখা যায় নি।
যমুনা ফিউচার পার্কের আড়ং সহ অন্যান্য প্রতিষ্ঠান মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে চলছেন।
বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমাদের প্রতিনিধি জানান সেখানেও ফুডকোর্ট এ কোন স্বাস্থ্যবিধির বালাই নেই।
করোনা পরিস্থিতির এই খারাপ অবস্থায় সকলকে আরো বেশী সচেতন হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।