Select Page

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।রাজশাহী ফায়ার সার্ভিসের উপ পরিচালক ওয়াহেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৮টা থেকে তাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, মার্কেটে ঢোকার পথে দোতলায় একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রঃ ইত্তেফাক

About The Author

অনিন্দ্য

Aninda, Sub-Editor