বহুল আকাঙ্ক্ষিত মেগা প্রকল্প মেট্রোরেলের কোচ এর ট্রায়াল আজ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকালে উত্তরাস্ত দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে এই ট্রায়াল শুরু হয়।
জানা গেছে, কিছুদিন আগে জাপান থেকে নৌ পথে নিয়ে আসা মেট্রোরেলের প্রথম ৬টি কোচ লাইনে তুলে জোড়া লাগানো হয়। এরপরে আজ মঙ্গলবার সকালে প্রথম ট্রায়াল শুরু হয়। বিদ্যুৎ সংযোগ ছাড়াই বিকল্প উপায়ে এই প্রাথমিক ট্রায়াল শুরু হয়েছে। ডিপো থেকে সমতল লাইনেই কোচগুলোকে সফলভাবে ট্রায়াল’ দেয়া হয়। এসময় মেট্রোরেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাপানি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজকে প্রাথমিক ট্রায়ালে কোনো ধরনের সমস্যা হয়নি। এখন থেকে নিয়মিত ট্রায়াল চলবে।
এদিকে, মেট্রোরেলের কোচ এর দ্বিতীয় চালান ইতোমধ্যেই মংলা বন্দরে এসে পৌছেছে। এই চালানো ৬টি কোচ রয়েছে। এই কোচ গুলো আগামী সপ্তাহের প্রথম দিকে নৌপথে দিয়াবাড়ির তুরাগ নদীতে মেট্রোরেলের নিজস্ব জেটিতে এসে পৌঁছাবে। এই কোচগুলো পৌঁছার পর দ্বিতীয় ট্রেন সেটের ট্রায়ালও শুরু হবে।
মেট্রোরেলের চলাচলের জন্য এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। বিদ্যুৎ সংযোগের কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ সংযোগ পেতে আরও কয়েক মাস সময় লাগবে। লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর বৈদ্যুতিকভাবেই কোষগুলোর দ্বিতীয় ট্রায়াল’ শুরু হবে।