স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনাকে বদলি করে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক করা হয়েছে।
একই সঙ্গে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আরও তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি বা একই সংস্থায় অন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়। গত বছর মীরজাদী সেব্রিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।
সূত্রঃ ভোরের কাগজ
Aninda, Sub-Editor