প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন। ঠিক ৮টায় ঢাকার সিটি কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন তিনি। তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই কেন্দ্রে ভোট দিচ্ছেন তার কন্যা সায়মা ওয়াজেদ জয় এবং ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ। এ সময় তার বোন শেখ রেহানা সাথে ছিলেন।

ভোট দেয়ার পর সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার এবং ভোট দেয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার সিটি কলেজে ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

যেখানে বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছে, সেখানে নির্বাচনের গ্রহণযোগ্যতা কী হবে, একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি কার কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করবো, সন্ত্রাসী দলের কাছে? সেটা তো দরকার নেই। আমি প্রমাণ করবো জনগণের কাছে। দেখতে হবে মানুষ গ্রহণ করেছে কিনা। ওরা কী বললো, আমি পরোয়া করি না। এই দেশে যাতে গণতন্ত্র অব্যাহত থাকে, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আমি সবসময়েই আত্মবিশ্বাসী, কারণ আমি জানি মানুষ আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, আমরা নির্বাচনে বিজয়ী হবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’