বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি করা সেই জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি করা অস্ত্রধারী সন্ত্রাসী রুবেলকে শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ