টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসা আক্কাস আলী নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আক্কাস আলী জুমার নামাজের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।’
ওসি বলেন, ‘ইজতেমা ময়দানে জানাজা শেষে আক্কাস আলীর মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।’
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
Aninda, Sub-Editor