বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান বিকেলে উপজেলার মীরসরাই থানাধীন মিঠাছরা বাজারস্থ সাসা কমিউনিটি সেন্টারে বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের এডমিন-মডারেটর প্যানেল ও কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এবং বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের আয়োজনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২০০২ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিলে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক ব্যাচম্যাট উপস্থিত ছিলেন। এছাড়াও এতিমখানার ২৫ জন হাফেজ উক্ত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে।
দেশে অবস্থানকারী বন্ধুদের পাশাপাশি প্রবাসী বন্ধুদের আর্থিক সহায়তায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং এসএসসি-২০০২ ব্যাচের বন্ধুদের মধ্যে যারা পৃথিবী থেকে পরপারে চলে গেছে তাদের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে রমজানের শেষের দিকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে উক্ত ব্যাচের কার্যক্রম সূচনা হয়ে ক্রমান্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গ্রুপের সৃষ্টি করে সহপাঠী বন্ধুদেরকে চিহ্নিত করে ইনভাইট দিয়ে বিভিন্ন স্কুলের সহপাঠীদেরকে নিয়ে ছোট ছোট পোগ্রামের আয়োজন করে সংগঠিত করে ফটো কন্টেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐসময় বন্ধুত্বের বন্ধন মীরসরাই’র সদস্যদের পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। তারপর একই বছরের ৯ সেপ্টেম্বর মহামায়া লেক এলাকায় ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয় যেখানে এসএসসি ও দাখিল-২০০২ ব্যাচ মিরসরাই উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসা সহ মোট ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচ শতাধিক ব্যাচম্যাট অংশ গ্রহণ করে। তার পরবর্তী সময়ে ছোট ছোট পোগ্রাম, গত বছরের ১৭ মার্চ (শুক্রবার) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সী-বিচ এলাকায় সংগঠনের বর্ষপূর্তি উদযাপন এবং সর্বশেষ একই বছরের ৭ এপ্রিল (১৫ রমজান) বিকেলে উপজেলার মীরসরাই থানাধীন মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বর্তমানে “বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২” ফেসবুক গ্রুপে ৭১১ জন সদস্য রয়েছে।