প্রতিদিনই উত্তরা ১১নং সেক্টর থেকে উত্তরা ১নং সেক্টরে ছেলেকে স্কুলে আনা নেওয়া করতে হয়। আমি নিজে বাইক চালাই। নিয়ম ভেঙ্গেছি বলে আমার মনে পড়েনা। জসীম উদ্দিন রোড থেকে শেষ দিকে আসার সময় প্রায়ই উল্টো পথে আসা যানবাহনের কারণে সমস্যায় পড়তাম।

আজ সকালে নিজ থেকে ইচ্ছে হলো মানুষকে উল্টো পথে যেতে নিরুৎসাহিত করতে। তাই জসীম উদ্দিন এর শেষ মাথায় যেখান থেকে উল্টো পথে যানবাহন ঢুকে সেখানে বাইক রেখে দাড়িয়ে গেলাম। এবং উল্টো পথে আসা সবাইকে হাতজোড় করে মিনতি করে উল্টো পথে যেতে বাধা দিলাম। আমার সাথে এক রিক্সাচালক তার রিক্সা সাইট করে আমাকে সহায়তা করা শুরু করলো।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাড়িয়ে এই কাজ করলাম। প্রশাসনের গাড়ী থেকে শুরু করে রিক্সা যেতে বাধা দিলাম, সুন্দর করে হাতজোড় করে। বেশীরভাগ মানুষ বিষয়টিকে সুন্দর ভাবে নিয়ে সোজা রাস্তায় চলে গেলো, র‌্যাব, এভিয়েশন এবং এপিবিএনের গাড়ী পর্যন্ত।
তারা কেউই খারাপ আচরণ করেনি। অনেকে বলেছে ভালো কাজ করছেন। আর্মির গাড়ী থেমে আমাকে ডেকে জিজ্ঞেস করলেন এটি কি আমার ব্যাক্তিগত উদ্যোগে? আমিও সুন্দর করে বললাম জ্বি চেষ্টা করছি মানুষের উল্টো যাওয়ার মনোভাব পাল্টাতে, কতটুকু পারবো জানিনা। শুনে সাবাসি দিয়ে বলে গেলেন কোন সমস্যা হলে আমাকে কল দিবেন বলে ফোন নং দিয়ে গেলেন। ভালো লাগলো।
কিন্তু দুঃখজনক কিছু বাইকার, সাইকেল চালক এবং রিক্সার যাত্রীদের ব্যাবহারে মনে হয়েছে তাদের জন্য কঠিন শাস্তি দরকার। তাদের আটকাতে গিয়ে নানা কথা শুনতে হয়েছে, হুমকি শুনতে হয়েছে, যেমন কয়দিন করবা, দেইখা নিবো, আমি এদিক দিয়েই যাবো, তোর খবর আছে ইত্যাদি। 
আমিও হাসি দিয়ে বলেছি যা পারবেন করেন, এখুনি করেন। কিন্তু আগে নিজে ভালো হোন, নিজে আইন মানুন। আশেপাশের মানুষও অনেক সহায়তা করেছে এবং যারা খারাপ ব্যাবহার করেছে তাদের কে তারাই ধরে বলেছে একজন লোক তার কাজ রেখে আপনাদের হাতজোড় করে অনুরোধ করছে আর আপনি খারাপ ব্যাবহার করছেন কেন? সোজা পথে যান। এসব দেখে মনে হলো মানুষ আসলেই এমন শহর চায় যেখানে নিয়ম ভঙ্গ, দুর্ঘটনা, জ্যাম থাকবে না।
আজকে ৪ ঘন্টার এই কষ্টের পরীক্ষিত ফলাফল যা পেলাম তা হলো আমরা (চালক ও যাত্রী) সবাই যদি নিজে থেকে নিয়ম মানতাম তাহলে ট্রাফিক পুলিশেরও দরকার হতো না, দুর্ঘটনাও কমে যেতো, থাকতো না জ্যাম।
আমরা শুধু ট্রাফিক এবং দেশের সিস্টেমকে গালি দেই কিন্তু নিজেরা কতটুকু দায়িত্ব পালন করছি তা কেউ ভাবে না। যেসব বাইকার বা গাড়ী চালক বা যাত্রী একটু খানি ঘুরে ইউটার্ন নিতে কষ্ট হয় তাদের কাছ থেকে আর যাই হোক নিয়ম আর দেশ নিয়ে ভালো কিছু আশা করা বৃথা। তারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবে। ট্রাফিক আইন এদের জন্য আরো কঠোর হওয়া উচিত।
— মোহাম্মদ মহসীন