একুশে বইমেলাসহ সব বইমেলায় ইসলামি ধারার প্রকাশকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধ করাসহ ৭ দফা দাবি জানিয়েছে ইসলামি ধারার লেখকদের প্রতিনিধিত্বশীল সংগঠন জাতীয় লেখক পরিষদ।

শুক্রবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় লেখক পরিষদের সভাপতি ড. শহীদুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে ও মাইনুদ্দিন ওয়াদুদ এবং মাহমুদ হাসানের যৌথ সঞ্চালনায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি করা হয়।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো, আলেম লেখক, গবেষক ও সম্পাদকদের নানাভাবে হয়রানি বন্ধ করতে হবে; জাতীয় শিক্ষাক্রমে ধর্ম ও জাতীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক বিষয়াদি পরিহার করতে হবে; মিডিয়ায় ইসলামি পরিভাষার বিকৃতির অপচেষ্টা রোধ করতে হবে; আলেম লেখক-কবি-সাহিত্যিকদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে; প্রণোদনার মাধ্যমে তরুণ লেখকদের উৎসাহিত করতে হবে; শিক্ষা ও প্রকাশনা উপকরণের অস্বাভাবিক মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর শহীদুল ইসলাম ফারুকঈ, মাঈনুদ্দীন ওয়াদুদ ও মাহমুদ হাসানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন প্রবীণ লেখক মাওলানা মুহাম্মাদ সালমান, প্রবীণ লেখক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, প্রবীণ সাংবাদিক মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী প্রমুখ।

অনুষ্ঠানে ৩ জন প্রবীণ লেখককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন প্রবীণ আলেম মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদি, শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ সালমান ও মাওলানা আবদুর রহীম ইসলামাবাদি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, মাওলানা যুলফিকার আলী নদভী, মাসিক মদীনা সম্পাদক ড. আহমদ বদরুদ্দীন খান, জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেমী, মাসিক আদর্শ নারীর সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী, ড. ইসমাইল হোসাইন, মাসিক রহমত সম্পাদক মাওলানা মনযুর আহমদ, অনুবাদক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা শরাফত হোসাইন নদভী, দৈনিক যুগান্তরের সহ সম্পাদক তোফায়েল গাজালী, মাওলানা কামরুল হাসান রাহমানী, ইনসাফ সম্পাদক সাইয়্যেদ মাহফুজ খন্দকার, জাতীয় লেখক পরিষদের সিনিয়র সহ সভাপতি সৈয়দ শামছুল হুদা, মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী, ড. মুফতি আল আমীন, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, মুফতি খন্দকার মুজ্জামিল হক, মুফতি ইমরানুল বারী সিরাজী, হাফিজুল হক ফাইয়াজ, মুফতি মুজিবুর রহমান কাসেমী, রেদওয়ানুল বারী সিরাজী, আহমাদুল হক উমামা, ইসতিয়াক সিদ্দিকী, রফিকুল ইসলাম আইনী, মুহাম্মদ নূর হোসাইন, আহমদ শফি আশরাফি প্রমুখ।

— ডেস্ক নিউজ