প্রতিবছর তরুণ সংগীতপ্রেমীদের আকর্ষণ থাকে ‘জয় বাংলা’ কনসার্ট ঘিরে। কারণ দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর হাজির হয় কনসার্টিতে। সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত হয়ে আসছে কনসার্টটি।
তবে এই কনসার্ট বয়কট করছে দেশের অনেক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে ঘটা সহিংসতা ও মানুষহত্যার প্রতিক্রিয়া স্বরূপ তাদের এই প্রতিবাদ।
দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরব আছে তারকা অঙ্গন। সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। একের পর এক ব্যান্ড জয় বাংলা কনসার্ট বয়কট করেছে।
ক্রিপটিক ফেইট, নেমেসিস, আরবোভাইরাস, পপাই বাংলাদেশ ও সংগীতশিল্পী অনি হাসান আগেই জানিয়েছে কনসার্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত। এবার এই তালিকায় নাম লেখাল ব্যান্ড শিরোনামহীন, মেঘদল, ইন্দালো, দৃক ও অ্যাভোয়েডরাফা।
এক ফেসবুক পোস্টে রক ব্যান্ড ‘নেমেসিস’ লিখেছে, গত দুই সপ্তাহের পরিপ্রেক্ষিতে এটা আর বলার অপেক্ষা রাখে না যে, আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।
নেমেসিস আরও লিখেছে, আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম। ভাবতাম, আমাদের কথা কেই-বা শুনবে। কিন্তু আর কত ভয়? বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে— আমরা যদি সাহস জোগাই, সবাই কথা বলতে পারব। ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব।
জয় বাংলা কনসার্ট বর্জন প্রসঙ্গে ব্যান্ড শিরোনামহীনের পক্ষ থেকে জানানো হয়, অনেক প্রশ্নের উত্তর হিসেবে সবার অবগতির জন্য একটা তথ্য জানাতে চাই—শিরোনামহীন সাত বছর ধরে কোনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণই জানানো হয়নি। ভবিষ্যতে আমাদের আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব, এই তথ্যটাও আপনাদের দিয়ে রাখলাম। যারা নিয়মিত পারফর্ম করতেন, তাদের অনেকেই কনসার্টটি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
এর আগে, বুধবার (৩১ জুলাই) এক ফেসবুক পোস্টে হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইট জানায়, ব্যান্ডটি আসন্ন জয় বাংলা কনসার্টে গাইবে না। ব্যান্ডটি লিখেছে— অনেকেই প্রশ্ন করছেন, আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় ও অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর হলো ‘না’।
সূত্রঃ চ্যানেল ২৪