Home দুর্ঘটনা গুলিস্তানে ট্রাকচাপায় হোটেলের ২ কর্মী নিহত

গুলিস্তানে ট্রাকচাপায় হোটেলের ২ কর্মী নিহত

95
0

রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাকিল (১৫) ও জাকির (৩০)। তারা দুজন গুলিস্তানের রাজ সুপার মার্কেটের রাজ হোটেলের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় ট্রাকচালক নিখিল ও তার সহকারী জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে— ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।

পল্টন থানার এসআই শামীম হোসেন বলেন, রাতে ডাস্টবিনে ময়লা ফেলতে রাজ হোটেলের দুই কর্মী বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।