রাজধানীর গুলশান-২ এ আগুন লাগা ভবন থেকে ৩ নারীসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আল-মানারাত স্কুলের পাশে ১২তলা ভবনের ৭ তলায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

গুলশানে আগুন

ছবিঃ একাত্তুর টিভি

এর আগে ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে উদ্ধারের আশায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ঘটনাস্থল থেকে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ পার্শ্ববর্তী বনানীর এফআর টাওয়ারে আগুন লেগেছিল। সে সময় অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়। এবং আহত হয় শতাধিক মানুষ।

সূত্রঃ ইত্তেফাক