কণ্ঠশিল্পী জানে আলম আজ মঙ্গলবার রাত ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা সিডি চয়েসের কর্নধার জহিরুল ইসলাম সোহেল।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস চিকিৎসাধীন ছিলেন ওই হাসপাতালে। মাঝখানে নিউমনিয়া হয়েছিলো তার। আজ শারীরিক অবস্থা খারাপ হলে রাত ১০ টার একটু আগে মারা গেছেন তিনি। আমাদের এমআইবি ইসি কমিটির সদস্য ছিলেন।