শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৩। এবারের বইমেলায় সাদিয়া আফরিনের দুটি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে।

এবারের একুশে বইমেলায় থাকছে সাদিয়া আফরিন এর “ভাবনার ভায়োলিন” এবং “মন ও ডুবুরি” নামের নতুন দুটি কাব্যগ্রন্থ।

একুশে বইমেলা

“মন ও ডুবুরি” কাব্যগ্রন্থ ছোট ছোট ও সুন্দর কবিতা দিয়ে সাজানো হয়েছে।

সপ্তডিঙা প্রকাশনীর ব্যানারে বইটি পাওয়া যাবে ৪৩৭ ও ৪৩৮ নং স্টলে।

একুশে বইমেলা

সাদিয়া আফরিনের  কাব্যগ্রন্থ “ভাবনার ভায়োলিন” পাওয়া যাবে অক্ষরবৃত্ত প্রকাশনীর স্টলে, স্টল নং-১৬৯।

“ভাবনার ভায়োলিন” কাব্য গ্রন্থটি বড় বড় কবিতা দিয়ে সাজানো যা সহজেই মন জয় করবে পাঠকদের।

একুশে বইমেলা

একুশে বইমেলা ছাড়াও সাদিয়া আফরিনের বই দুটো রকমারী ডট কম এও পাওয়া যাবে।