উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২৩ উপলক্ষে “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

গত ২৮ অক্টোবর, শনিবার বিকাল ৪টায় উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকার নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরা অফিসার্স ক্লাব

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা অফিসার্স ক্লাবের মহিলা উপ-কমিটির সদস্য সচিব ড.লতিলা রাণী বর্মণ।

উত্তরা অফিসার্স ক্লাব

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ক্লাবের মহিলা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ।

উত্তরা অফিসার্স ক্লাব

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক জনাব
আনজীর লিটন।তিনি শিশুদের চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উত্তরা অফিসার্স ক্লাব

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ, জ্যেষ্ঠ সহ সভাপতি ড. নমিতা হালদার
এনডিসি। উক্ত অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী কমিটির ও সম্মানিত সদস্যগণ স্বপরিবারে অংশগ্রহণ করেন।

উত্তরা অফিসার্স ক্লাব

উল্লেখ্য উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা এর আগে ফিজিও থেরাপী সেবা চালু, ডেঙ্গু বিষয়ক সেমিনার, ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান সহ নানা সচেতনামূলক ও সমাজসেবা মূলক কর্মসূচীর আয়োজন করে, যা উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সদস্য সহ আশেপাশের গরীব ও অসহায় মানুষদের জন্য বেশ কার্যকরী পদক্ষেপ। উত্তরা অফিসার্স ক্লাব ভবিষ্যতে আরো সামাজিক ও মানবিক কর্মসূচী নিয়ে আসছে যা প্রশংসার দাবীদার।