রাজধানীর উত্তরার আজমপুরে উত্তরা পূর্ব থানার বিপরীত পাশের সড়কে আন্দোলনকারী শিক্ষার্থী এবং আন্দোলন প্রতিহতকারী স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় ৮ জন গুলিবিদ্ধ হয়েছে। তারা সবাই আন্দোলনকারী বলে জানা গেছে।

এদের মধ্যে একজনকে আরএমসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে নেওয়া হয়েছে, বাকি সাতজনকে উত্তরা আধুনিক হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে।’

উত্তরায় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ

ছবি: সমকাল

রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুলিশকে সাউন্ড গ্রেনেড বা টিয়ার গ্যাস ছুড়তে দেখা যায়নি।

এদিকে গুলির ঘটনার পর শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সড়কে তেলের ব্যারেল, টায়ার ও মোটরসাইকেলে আগুন দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সূত্রঃ সমকাল