Home অপরাধ পথচারীকে মাদক দিয়ে ফাঁসানো:পল্লবী থানার এএসআইসহ ৩ জন রিমান্ডে

পথচারীকে মাদক দিয়ে ফাঁসানো:পল্লবী থানার এএসআইসহ ৩ জন রিমান্ডে

90
0
পল্লবী থানার এএসআইসহ ৩ জন রিমান্ডে
ছবিঃ সংগৃহীত

পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার পল্লবী থানার এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন—মো. রুবেল ও মো. সোহেল রানা।

এদিন তিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে পথচারীর খলিলুর রহমানের পকেটে ঢুকিয়ে দেয়। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ।

পরবর্তীকালে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। এ ঘটনায় পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময় বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।