পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ইফতার সামগ্রী বিতরণ করেছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, জয়পুর পূর্বজোয়ার, দক্ষিণ পশ্চিম জোয়ার, পশ্চিম ছত্তরুয়া ও কাটাগাং গ্রামের ১২০টি দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সদস্যরা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল; দুই কেজি ছোলা, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, এক কেজি খেসারির ডাল, দুই কেজি পেয়াজ, এক কেজি মুড়ি, আধা কেজি খেজুর, দুই কেজি আলু, এক কেজি লবণ ও এক কেজি চিড়া।

সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদ বলেন, ধারাবাহিকভাবে প্রতিবছর পবিত্র রমজান মাসে সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোও যাতে অন্য সবার মত রোজা পালন করতে পারে সেজন্য আমরা ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। আগামীতেও সমাজের মানুষের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত রাখব আমরা।

এ সময় তিনি ইফতার সামগ্রী বিতরণে আর্থিক ও শ্রম দিয়ে সহায়তাকারী সংস্থার সকল শুভাকাক্ষী, উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার সামগ্রী বিতরণের সার্বিক কাজ সমন্বয় করেছেন সংস্থার সহ-সভাপতি মিজানুর রহমান মাসুক ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ঈশাণ। সুষ্ঠভাবে প্যাকিং ও বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন সংস্থার সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমন, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, সানাউল্লাহ মিঠু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, দপ্তর সম্পাদক মারিফুল ইসলাম মুহিন, মঈনুল হাসান মুহিন, তারিফুল হাসান, সহক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাকিব, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম হৃদয়, আব্দুল্লাহ আল নোমান, সোহান, আতিকুল ইসলাম, শরীফুল ইসলাম, অভি ও বাদশাসহ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, একঝাঁক ক্রীড়ামোদী তরুণের হাত ধরে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। ক্রীড়াকে কেন্দ্র করে যাত্রা শুরু হলেও সময়ের সাথে সাথে সামাজিক ও শিক্ষোন্নয়নে নিজেদের দ্যুতি ছড়িয়েছে এ সংগঠন। শিক্ষা ফান্ড গঠন করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, কন্যা দায়গ্রস্ত পিতার কন্যার বিয়েতে সহায়তা এবং এলাকার জনহিতকর সকল কাজে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা।