চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আদালত ও রাজপথে বিক্ষোভ করছেন তারা।

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের লক্ষ্যে হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায় বিক্ষোভ করছেন অংশগ্রহণকারীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক করার সময় এক শিক্ষার্থীর বোন তার ভাইকে আকড়ে ধরে রাখে এবং বার বার অনুরোধ করে তাকে ছেড়ে দেয়ার জন্য।  এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, দোয়েল চত্বর ও মাজার গেটের সামনে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বিপরীতে হাইকোর্টের মাজার গেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে।

আজ বুধবার বেলা ১২টা থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে কয়েক জনকে আটক করতে দেখা যায়।

হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেছেন। দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমানসহ কয়েক জন শিক্ষক।

হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায় বিক্ষোভ করছিলেন শিক্ষার্থী ও অন্যান্যরা।

হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সূত্রঃ যুগান্তর