চট্টগ্রাম-কক্সবাজার (আরাকান সড়ক) সড়কে চন্দনাইশ গাছবাড়িয়া কলেজের সামনে হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে উঠে। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশাতে দাউদাউ কিরে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে ওই গাড়ির চালক মারা যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. হেফাজ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে সামান্য দূরে দাঁড়িয়ে বাড়িতে ফেরার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ শব্দে চমকে উঠে দেখি গাড়িতে আগুন জ্বলছে। মুহুর্তেই চালক অগ্নিদগ্ধ হয়ে যায়। ঘটনা এত দ্রুত ঘটে যে সাধারণ মানুষের পক্ষে কিছু করা সম্ভব ছিল না।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, ‘গাছবাড়িয়া কলেজের সামনের দুর্ঘটনায় চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।’

সূত্রঃ দৈনিক বাংলা