দেশে চলছে সর্বাত্মক লকডাউন। ৫ম দিনের মত চলা লকডাউনে রাজধানীতে গাড়ি নিয়ে বের হওয়া এক চিকিৎসককে পরিচয় পত্র দেখাতে বলেন চেকপোস্টে থাকা পুলিশ ও ম্যাজিস্ট্রেট। কিন্তু তা না দেখিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেছেন নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করা এক নারী।

রোববার (১৮ এপ্রিল) ওই নারীর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নিজেকে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে ওই নারী সেখানে থাকা পুলিশ সদস্যকে বলছেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার।’

 

পুরো ভিডিও জুড়ে নমনীয় ছিলেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। তারা ওই নারীকে যেতে বললেন, তিনি আবারও উত্তেজিত হয়ে বলেন, ওকে সরি বলতে বল, নয় আমি দেখে নেব, ডাক্তার বড়, না পুলিশ বড়।

ভিডিওতে দেখা যায়, দুপুরে এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। এতে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন। এক পর্যায়ে ম্যাজিস্টেট ও পুলিশ সদস্যদের ক্ষমা চাইতে বলেন। ক্ষমা না চাইলে ১শ’ ডাক্তার নিয়ে আন্দোলন করান হুমকি দেন।

ভিডিওঃ যমুনা টিভি