পবিত্র মাহে রমজান উলক্ষ্যে রাজধানী উত্তরায় অবস্থিত সংকল্প প্রোপার্টিজ লিমিটেড এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ ২২মার্চ সংকল্প প্রোপার্টিজ লিমিটেড এর নিজস্ব কার্যালয়ে ঘরোয়া পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সংকল্প প্রোপার্টিজ

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আমিরুল ইসলাম, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স।

সংকল্প প্রোপার্টিজ

এছাড়াও উপস্থিত ছিলেন- সংকল্প প্রোপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান, কাজী আক্তার হোসেন।

সংকল্প প্রোপার্টিজ

আরো উপস্থিত ছিলেন-

সংকল্প প্রোপার্টিজ লিমিটেড এর লিপি আক্তার (ভাইস চেয়ারম্যান), সাইফুল ইসলাম (ব্যাবস্থাপনা পরিচালক), শাহনাজ পারভিন (ফাইন্যান্স ডিরেক্টর), উম্মুল স্নিগ্ধা (ডিএমডি), জালাল উদ্দিন (এডমিন ডিরেক্টর), শাহজালাল (মার্কেটিং ডিরেক্টর), হোসনে আরা ইতি (এইচ আর)।

এছাড়াও ইনিউজ আপ ডট কম এর প্রধান সম্পাদক ও প্রকাশক,  সংকল্প প্রোপার্টিজ লিমিটেড এর মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা মোহাম্মদ মহসীনও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়।

— নিজস্ব সংবাদদাতা