যুগপৎ ধারায় ঘোষিত ১-দফা শেখ হাসিনা’র পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামীকাল ঢাকার ৪ গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

ঢাকার কোন কোন প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে এ অবস্থান কর্মসূচি পালন করবে। এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং গাবতলী এস এ খালেক বাস স্টেশনের সামনেও এ কর্মসূচি পালন করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়া বাজার দলটির অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ সংলগ্ন এখানেও এ কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে থেকে এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্রঃ নয়াদিগন্ত