টেলিভিশনে খবর দেখছিলেন দর্শকরা। হঠাৎ সাংবাদিকের চিৎকার। স্ক্রিনে ফুটে উঠলো ভাঙা দেওয়ালের দৃশ্য। সাংবাদিকের নাম ফদি বোদিয়া। লেবাননে নিজের বাড়িতে বসেই একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন ফাদি। সেটির লাইভ সম্প্রচার করা হচ্ছিলো।

হঠাৎ তার পেছনের দেওয়ালে ক্ষেপণাস্ত্র হামলা হয়! মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়িয়ে যায় দেয়াল। চেয়ার থেকে ছিটকে সামনের দিকে পড়েন ওই সাংবাদিক। যদিও প্রাণহানি হয়নি তার, কোনোভাবে বেঁচে গেছেন।

জানা গেছে, গুরুতর আহত ওই সাংবাদিকের নাম ফাদি। তিনি মিরা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের এডিটর ইন চিফ। সাংবাদিক ফাদি লেবাননের হিজবুল্লাহর প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত। ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তার অনুসারীদের আশ্বস্ত করেছেন।
তিনি লিখেছেন, ‘যারা ফোন করেছেন, টেক্সট করেছেন এবং যারা আবেগ অনুভূতি নিয়ে আমাকে মনে করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।’

ফাদি আরও লিখেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি ভালো আছি। আল্লাহকে ধন্যবাদ এই জন্য যে, আমাদের প্রতি তার আশীর্বাদ রয়েছে। আমরা আবার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের সমর্থনে আমাদের পেশাগত দায়িত্ব পালন করব। আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ।’
লেবাননে লাগাতার আক্রমণ করছে ইসরাইল। আইডিএফ দাবি করেছে, হিজবুল্লার রকেট অ্যান্ড মিসাইল ফোর্সের চিফ ইব্রাহিম কৌবাইসিকে তারা হত্যা করেছে। বেইরুটের এয়ারস্ট্রাইকে সে নিহত হয়েছে বলেই দাবি।

ইসরাইল আরো দাবি করেছে, ইব্রাহিম ছাড়াও হিজবুল্লার আরও দুই প্রধান নেতাকে তারা এই এয়ারস্ট্রাইকে হত্যা করতে পেরেছে।

গত সোমবার লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৫০ শিশুসহ ৫৫০ জনেরও বেশি নিহত হয়েছেন। ওইদিন সন্ধ্যায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। বার্তায় লেবাননের নাগরিকদের তাদের বাসা খালি করার আহ্বান জানানো হয়। অভিযান শেষ হলে তারা তাদের বাসায় ফিরে আসতে পারেন বলে জানান নেতানিয়াহু।

সূত্রঃ মানবজমিন