Select Page

লক্ষ্মীপুরে দু-গ্রুপের গোলাগুলি, ৭বছরের শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে দু-গ্রুপের গোলাগুলি, ৭বছরের শিশু গুলিবিদ্ধ

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে দু-গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন(৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারী বাড়ি এলাকায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

এতে অহিদ উদ্দিনের গুলিতে শিশু আদিবা খাতুনের পেটের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,পরে অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা, পীযুষ চন্দ্র দাস গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিটি পেট ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়। তবে শিশুর অবস্থায় আশংকাজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . কাউছার হামিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

About The Author