মৃদুল আহমেদ একজন জনপ্রিয় ছড়াকার, উপস্থাপক, রম্য লেখক এবং কার্টুনিষ্ট। এছাড়াও আরো অনেক গুণে গুণান্বিত তিনি।
এখন থেকে ইনিউজআপ এ উনার ছড়া প্রকাশ করা হবে। আমরা ইনিউজ আপ পরিবার সত্যি আনন্দিত ।
অফিসপাড়ায় পুরা বছর খাটিয়া,
কালাম সাহেব বিরক্ত খুব
সহস্র ফাইল ঘাঁটিয়া–
“কুত্তার লাইফ কাটাইতেছি
বসের জুতা চাটিয়া!
বিনোদনের অভাবে ভাই
যাইতেছে বুক ফাটিয়া…”
এই কারণেই টিকেটটা না কাটিয়া–
লকডাউনের পথনাটক
দেখতে গেলেন হাঁটিয়া।
লাগছিল বেশ চার্মই…
হঠাৎ এল আর্মি!
যত প্রকার হয় বিনোদন–
খাওয়াইল তা বাটিয়া।
“নো ডিস্টার্ব” স্টিকার দ্বারে সাঁটিয়া–
এখন তিনি শয্যাশায়ী
উদাস দুচোখ আঁটিয়া।
(বাসায় ফিরতে লাগছে উনার
হাসপাতালের খাটিয়া…)
লেখক- মৃদুল আহমেদ