শোকাবহ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর রাজউক উত্তরা এপার্টমেন্ট (রুয়াপ) ব্লক -এ মালিক কল্যাণ সমিতির উদ্যােগে শোকদিবস উদযাপন করা হয়।
উদযাপন কর্মসূচি অনুসারে ১৫ ই আগষ্ট রুয়াপ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল-৮ টা হতে কুরআন তিলওয়াত ও খতম দেওয়া হয়।
কালো ব্যাজ পরে রুয়াপ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা অর্ধ নমিত করে কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও রুয়াপ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে একটি ৱ্যালী শোক ব্যানার বহন করে Ruap প্রদক্ষিণ করে এবং নিলান্জনা বিল্ডিং এ র্যালিটি সমাপ্ত করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবার শাহাদাৎ বরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৫ ই আগষ্ট উদযাপন কমিটির আহব্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সদস্য সচিব জনাব আবুল হোসেন।
আরও বক্তব্য রাখেন সেক্টর-১৮ মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা আবু জাফর সূর্য্য, সহ সভাপতি জনাব নুরুন্নবী, সহ সভাপতি জনাব একেএম জাহিদুল ইসলাম, সহ সভাপতি জনাব জসিম উদ্দিন, সহ সভাপতি জনাব আশরাফ আলী, সহ সভাপতি জনাব আজহার আলী মিয়া।
নীলাঞ্জনা-এ ভবন মাল্টিপারপাস হল রুমে শোক সমাবেশে দোয়া মাহফিলের আয়োজন করেন মধুমতি সি টাওয়ারের সভাপতি জনাব নাজির আহমেদ খন্দকার।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল সদস্য এবং সাথে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করেন।দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেক্টর-১৮ ব্লক এ মালিক কল্যাণ সমিতির সেক্রেটারী জনাব মোহাম্মাদ হানিফ।ব্লক -এ মালিক কল্যাণ সমিতির সকল সদস্য ও রুয়াপের সকল সদস্যগণ এই শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র- আমাদের উত্তরা
Aninda, Sub-Editor