Select Page

রামপুরায় আপন কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ আটক দু’জন

রামপুরায় আপন কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ আটক দু’জন

রাজধানীর রামপুরা থানার তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিও’র সূত্র ধরে কফি হাউজের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

তারা হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজ করছে পুলিশ।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরা থানার তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি ১১ এপ্রিলের।

ওই ভিডিও’র সূত্র ধরে কফি হাউজের দু’জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্রঃ সমকাল

About The Author