রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ নভেম্বর) তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে প্রায় ৭ হাজার একর জমি দখলের অভিযোগ রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
অনুসন্ধান কর্মকর্তার হলেন, দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন।
দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার জানান, রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষকে ধর্মের নামে ধোঁকা দেওয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৭ হাজার একর জমি ও রাবার বাগান দখলসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তিন সদস্যের টিম গঠন করে অনুসন্ধান শুরু করেছে।
তিনি আরও বলেন, আদালত ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। কর্মকর্তারা ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছেন। আশা করছি, এ সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি হয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি না হলে তারা আদালতে সময় চাইতে পারেন বলেও তিনি জানান।
জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পীরকে ডাকা হবে কি না, এ প্রশ্নের জবাবে সচিব বলেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে অনুসন্ধান টিম তাকে ডাকবেন। তার কার্যালয়েও জিজ্ঞাসাবাদ হতে পারে। টিমের সদস্যরা যেখানে ভালো মনে করবেন, সেখানে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
বিদেশে পালানো বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদালতের নির্দেশে অনুসন্ধান শুরু হয়েছে। কর্মকর্তারা তাদের সার্বিক কার্যক্রম আদালতকে অবহিত করবেন। সে ক্ষেত্রে আদালত ও দুদক টিম প্রয়োজন মনে করলে ব্যবস্থা নেবে।
গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগের পীর দিল্লুর রহমান এবং তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়ে আদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি দরবার শরিফের সব সম্পদের তথ্য খুঁজতে দুর্নীতি দমন কমিশন (দুদক), তাদের জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং উচ্চ আদালতে রিটকারী আটজনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন পীর দিল্লুর রহমান।
সূত্রঃ ইত্তেফাক