বুঝি নি গানটা ঠিক–
যদিও

গায়িকা হেসেছে ফিক–

মৃদুল আহমেদ

তবুও
গলে নি মনটা ক্যান?
হইতে
পারি নি উনার ফ্যান!
কারণ
উচ্চারণেই ভুল!
ম্যাডাম
নৃত্যেও মশগুল…
এবং
কণ্ঠেরও বলিহারি–
ঝগুড়ে
বেড়ালের মারামারি!
শুধুই
মিসটিউনের মেলা,
কঠিন
সামলানো তার ঠেলা!
গানের
লিরিকও যাচ্ছেতাই,
লাঞ্চে
না পেয়ে চিকেন ফ্রাই
হয়ত
ক্ষিপ্ত সে গীতিকার
টেনেছে
লিরিকের ইতি তার!
এমনই
গানের মূর্চ্ছনাতে,
গিয়েছি
পুরোই মূর্ছা রাতে!
……..
সকালে
যেদিকেই যাই খালি–
শুনছি
হইচই-হাততালি!
সবার
চোখেমুখে বিস্ময়…
গান কি
এতটা মধুর হয়?
রাতেই
অস্থির অজ্ঞান
পুরোই
হয়েছি শুনে যে গান–
করতে
পারি নি কন্টিনিউ…
সেটারই
এক মিলিয়ন ভিউ!
দোস্ত
ফাটিয়ে কানের তালা
জানাল,
অসাম গেয়েছে… শালা!
করুণ
দুই চোখে নিয়ে পানি,
ভাবছি
গানের কী আর জানি?
জানি না
যুগের ধর্মটাও,
মদন…
পারিলে মরিয়া যাও!
ছড়া- মৃদুল আহমেদ