মিরসরাইয়ে পেশাজীবি সংবাদ কর্মীদের সংগঠন মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন দৈনিক আমার দেশ ও দৈনিক আমাদের সময় পত্রিকা’র মিরসরাই প্রতিনিধি নুরুল আলম। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ভারপ্রাপ্ত সভাপতি’র দায়িত্ব অর্পণ করা হয়। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মিরসরাই প্রেসক্লাবের বর্তমান সভাপতি এনায়েত হোসেন মিঠু চাকরিজনিত কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সেক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করার কথা ক্লাবের সহসভাপতি সাইফুল হক সিরাজী ও দিদারুল আলম ভূঁইয়া। তারা দায়িত্ব পালনে অনীহা ও অনাগ্রহ প্রকাশ করায় ক্লাবের কার্য্যনির্বাহী ১ নম্বর সদস্য নুরুল আলমকে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় মাসিক সভায়  উপস্থিত ছিলেন সহসভাপতি সাইফুল হক সিরাজী, দিদারুল আলম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন ও আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার আজিজ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান রহমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য আশরাফ উদ্দিন, শিহাব উদ্দিন শিবলু, জাবেদ ভূঁইয়া ও আকতার হোসেন।