মিরসরাইয়ের করেরহাটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ারস্থ শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠিত সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহ আল হানিফ (রাকিব)’কে সভাপতি এবং রাজিব বিশ্বাস’কে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি স্বপন দাস, সহসাধারণ সম্পাদক শাহরিয়া হোসেন সজিব, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাহীম উদ্দিন তারেক, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শক্তি কুমার দে, অফিস সম্পাদক নিশান দাস, সম্মানিত সদস্য আলী নেওয়াজ, নাজমুল আহসান রনি, বিধান দাশ।
রংধনু ক্লাবের উপদেষ্টা রবিউল হোসেন ভুঁঞা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে কার্যকরী পরিষদের ঘোষণা দেন। সংগঠনের উপদেষ্টা ইউনুছ আলী জসিম ও বাবু বিঞ্চু পদ ঘরজা সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং কমিটি ঘোষণা’র সময় সংস্থার কার্যালয়ে উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিটি ঘোষণা করার সময় সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংধনু ক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল হানিফ (রাকিব) বলেন, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন, বন্যায় উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক, মানবিক কার্যক্রম সম্পন্ন করে আসছে। সর্বশেষ গত ১২ অক্টোবর সুবিধাবঞ্চিত ৩১ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।
Sub-Editor (News)