বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) গোল্ডেন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মানে ভূষিত হলেন সাংবাদিক এস এম ফিরোজ আহামেদ।
গত ২৮ ফেব্রুয়ারী জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন করা হয়। সেখানে সাংবাদিক এস এম ফিরোজ আহামেদকে অ্যাওয়ার্ড, পদক, উর্দি ও সার্টিফিকেট প্রদান করে বিশেষ সম্মান জানানো হয়।
এস এম ফিরোজ আহামেদ বিএমএসএস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান। এছাড়াও দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এবং আইপি টিভি বার্তা ২৪ এর চেয়ারম্যান।
ব্যাক্তিজীবনে এস এম ফিরোজ আহামেদ সফল ব্যাবসায়ী ও নানা সামাজিক প্রতিষ্ঠান সৃষ্টিতে রয়েছে অনেক অবদান। তিনি বাংলাদেশ কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক ও সিআরবি’র সাবেক ব্র্যান্ড আ্যম্বাসেডর ।