কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাতিসা নানকরা এলাকায় একটি নষ্ট পিকআপ দাঁড়ানো ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পিকআপের পেছনে ধাক্কা দেয়।

অন্যদিকে মাইক্রোবাসের পেছনে একটি যাত্রীবাহী বাস ছিল। এরপর যাত্রীবাহী ওই বাসটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চারজনের মৃত্যু হয়।

সূত্রঃ মানবজমিন