বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে দুর্নীতির তদন্তে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিম (পিইটি)। সোমবার যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৩ সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫৭ হাজার কোটি টাকা) আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে।

আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ। শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে ৫ বিলিয়ন ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ১৫ ডিসেম্বর রুল জারি করে হাইকোর্টের একটি বেঞ্চ।

দুদিন পর এ বিষয়ে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত জানিয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের আট প্রকল্পে ২১ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগও দুদক হাতে পেয়েছে।

এসব দুর্নীতিতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততা খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দলও গঠন করেছে দুদক।

প্রবল গণ-আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের শাসন অবসানের পর গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। আর হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র প্রবাসী।

দুদক অনুসন্ধানের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে যুক্তরাজ্যেও তোলপাড় শুরু হয়। রূপপুরের চুক্তির সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তোলা শেখ হাসিনা, রেহানা, জয় ও টিউলিপের ছবি দিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করতে থাকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

এক্সপ্রেস ইউকে লিখেছে, টিউলিপ প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিমের (পিইটি) সঙ্গে কথা বলতে রাজি হলে এক কর্মকর্তা বৃহস্পতিবার টিউলিপের দপ্তরে যান। ওই কর্মকর্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করলে সেগুলোর জবাব দেন টিউলিপ।

লেবার পার্টির এই এমপি দাবি করেন, এসব অভিযোগ ‘মিথ্যা’ এবং ‘পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে ওই চুক্তি নিয়ে টিউলিপকে পিইটি কর্মকর্তার জিজ্ঞাসাবাদের মানে এই নয় যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো তদন্ত পরিচালিত হচ্ছে।

সূত্রঃ দৈনিক বাংলা