মিরসরাই উপজেলার ব্যাচ ভিত্তিক জনপ্রিয় সংগঠন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়। ৪ ফেব্রুয়ারী শনিবার সকালে গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় ও সাইবেনি খিল হযরত আলী রাঃইসলামীয়া মাদ্রাসার সর্বমোট ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও ফ্রেন্ডশিপ-৯৮ করেরহাটের বার্ষিক আনন্দ ভ্রমণ (৩ ফেব্রুয়ারী) শুক্রবার করেরহাট থেকে সিন্ধুকছড়ি হয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ হেরিটেজ পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্রে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও উদয়ন ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সাভাপতি ও গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সহ সভাপতি ও আল একরাম ইসলামিয়া একাডেমির চেয়ারম্যান একরামুল হক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক শামসুদ্দিন নয়ন, যুগ্ন অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মীর হোসেন মিলন, অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক মোঃ মঞ্জু, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক ইকবাল সুমন ও নুরুল ইসলাম বাদশা, করেরহাট শিক্ষা সহায়তা ফান্ডের সমন্বয়ক রেজাউল করিম, আল একরাম ইসলামিয়া একাডেমির প্রধান শিক্ষক হায়দার আলী ও সহকারি প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, অনির্বাণ ক্লাবের সহ-সভাপতি আব্দুর নুর রিয়াজ, ক্লাবের সদস্য শিপন, মামুন সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।