গত ৪ দিনে “পুষ্পা ২: দ্য রুল” ছবিটির আয় ৫২৭ কোটি রুপি।

‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে! আল্লু অর্জুন অভিনীত এই ছবি তুমুল জনপ্রিয়তা পায়! ২১ সালেই বলা হয়েছিল এর পরের পার্টটির কথা!কিন্তু তারপর কেটে যায় দু’বছরের বেশি সময়! এই গোটা সময় ধরে “পুষ্পা ২: দ্য রুল” ছবিটির নানা দৃশ্য বেশ কয়েকবার শুটিং করা হয়, আবার ফেলেও দেওয়া হয়! বেশ কয়েকবার বদলে ছবি মুক্তির তারিখ!

অবশেষে ডিসেম্বরের ৫ তারিখে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল”! আর মুক্তি পেয়েই একের পর এক রেকর্ড ভাঙতে থাকে এই ছবি! প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দেয়!

হিন্দি বা অন্য ভাষার সব সিনেমাকে পিছনে ফেলে পুষ্পা ২: দ্য রুল-এর আয় হয় ১৭৫ কোটি টাকা! এর আগে প্রথমদিনে সব থেকে বেশি ব্যবসা করেছিল “আর আর আর”! ১৩৩ কোটি টাকা ছিল প্রথম দিনের আয়! সেই ব্যবসা ও রাজামৌলিকে পিছনে ফেলে সুকুমারের ‘পুষ্পা ২’ এগিয়ে যায়! এর আগে হিন্দি ভাষার ছবি হিসেবে সর্বাধিক ব্যবসা করেছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবি! ৬৫ কোটি টাকার কিছু বেশি!

এদিকে হায়দরাবাদে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ২৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সী নারী রেবতী।

সেখানে শুধু মাত্র হিন্দি ভাষাতে পুষ্পা ২ ব্যবসা করে ৬৭ কোটি টাকার! পুষ্পা ২ যেকটি ভাষায় মুক্তি পেয়েছে, সব ভাষাতেই ব্যবসার নিরিখে এগিয়ে! তবে এবার আরও বড় রেকর্ড ভাঙল ‘পুষ্পা ২’!

সূত্রঃ নিউজ 18