Home ক্যাম্পাস ও শিক্ষা পরীক্ষার দাবিতে রাজধানীতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পরীক্ষার দাবিতে রাজধানীতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

186
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় ও তিতুমীর কলেজসহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় ও তিতুমীর কলেজসহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে আমরা সেশনজটে পড়েছি। এর মধ্যে করোনা মহামারি আমাদের এক বছর পিছিয়ে দিয়েছে। আমরা এমন অবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত মানি না।

এর আগে একই দাবিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় তারা পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার একদিন পর মঙ্গলবার সন্ধায় সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিতের ঘোষণঅ দেওয়া হয়।

সূত্রঃ ভোরের কাগজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here