টাঙ্গাইলের ভুঞাপুরে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় সংঘর্ষের একপর্যায়ে পুরস্কার বিতরণের মঞ্চে হামলা চালায় প্রতিযোগী ও তাদের সমর্থকেরা। এ সময় পুলিশি নিরাপত্তায় মঞ্চ ছাড়তে বাধ্য হন ছোট মনিরসহ অন্য অতিথিরা। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোবিন্দাসী যমুনা নদী ঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রতিযোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি ছোট মনির আয়োজিত দুদিনব্যাপী নৌকাবাইচের দ্বিতীয় ও শেষ দিন ছিল। এদিন উপজেলার নিকরাইল এলাকার ‘যমুনার তরী’ ও গাবসারার কালিপুরের ‘আল্লাহ ভরসা’ নামে দুটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতেই আগে-পরে নৌকা ছাড়া নিয়ে মাঝি-মাল্লাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ‘আল্লাহ ভরসা’ নামে নৌকাটি মাঝনদীতে উল্টে যায়। তীরে ফিরে এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও মারপিটে উভয়ে পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরে সন্ধ্যায় ‘যমুনার তরী’কে বিজয়ী ঘোষণা করায় এ নিয়ে ফের সংঘর্ষ বাঁধে। আল্লাহ ভরসার নৌকার মাঝিমাল্লা ও তাদের সমর্থকেরা মঞ্চে থাকা অতিথিদের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা মঞ্চ ভাঙচুর করে সকলকে ধাওয়া দেন। এমপি ছোট মনির ও আয়োজকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তখন পুলিশের সহযোগিতায় মঞ্চ ত্যাগ করে চলে যান ছোট মনিরসহ অন্য অতিথিরা।
মঞ্চে এমপি ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও ভুঞাপুর থানার ওসি আহসান উল্লাহ। জনপ্রতিনিধি ও রাজনীতিকদের মধ্যে মঞ্চে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকাবাইচের আয়োজক কমিটির আহ্বায়ক দুলাল হোসেন চকদার প্রমুখ।
যমুনার তরী নৌকার পরিচালনা কমিটির সদস্য ও নিকরাইল ইউপি সদস্য আব্দুল করিম বলেন, ‘আল্লাহ ভরসার নৌকার মাঝি-মাল্লারা হেরে যাওয়ায় আমাদের ওপর হামলা করে। এতে আমাদের আটজন আহত হয়েছে।’ তবে আয়োজক দুলাল হোসেন চকদারের দাবি, বাইচ চলাকালীন দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া কোনো সংঘর্ষ হয়নি।
এ বিষয়ে জানতে এমপি ছোট মনির ও ভুঞাপুর থানার ওসিকে বারবার ফোন দিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ
Aninda, Sub-Editor