‘পুলিশের ওপর রাগ করে’ নিজের বাইকে আগুন দেওয়া পাঠাও চালক শওকত আলম সোহেল মোটরসাইকেল উপহার পাচ্ছেন।
তাকে মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন। সংবাদমাধ্যমকে রাতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জা হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দিই। পরে তারা নিজেদের সুবিধামত তা কিস্তিতে পরিশোধ করেন।’
‘তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে, আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব। আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দেব।’
উল্লেখ্য- ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র কেড়ে নেওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজের আয়ের সম্বল সেই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর বাড্ডা লিংক রোডে। প্রতিদিনের মতো যাত্রীর অপেক্ষায় ছিলেন শওকত আলী। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যান।
মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কিন্তু কাগজপত্র ফেরত না পেয়ে ক্ষোভে-দুঃখে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এই রাইডার।
মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন কেউ একজন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এতে অনেককে ট্রাফিক সার্জেন্টদের ‘চাঁদাবাজি ও মামলাবাজির বাড়াবাড়ির’ বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।