নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী কে বিজয়ের লক্ষ্যে প্রচারণায় দিন-রাত পরিশ্রম করে চলেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত ১,২,৩,৪ ও ৯ নং ওয়ার্ড সহ প্রতিটি অলিগলি সকাল থেকে রাত অবধি নৌকার প্রচারণায় চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। সেই সঙ্গে আলোচনা, মতবিনিয়ম, কর্মিসভা, লিফলেট বিতরণ, মাইকিং সহ নানা প্রচারণা চালাচ্ছেন তিনি।

সরেজমিনে দেখা যায়  তারিক সাঈদ  স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোট প্রার্থনা ও স্লোগানে স্লোগানে পুরোদমে সরব রেখেছেন নির্বাচনী মাঠ। এসময় প্রতিবেদক কে তিনি বলেন, ‘আমরা সরকারের উন্নয়ন বার্তা প্রতিটি ঘরে ঘরে পাড়া মহল্লায় জনতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। নৌকার যে গনজোয়ার দেখছি তাতে বিজয় সুনিশ্চিত।আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ।’