পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম।আইজিপি ছাড়াও এদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে। আগামী দুই বছর তারা নতুন এই দায়িত্ব পালন করবেন।
বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে ময়নুল হাসানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন। দুই দফা ‘পদোন্নতিবঞ্চিত’ এই কর্মকর্তা অবসরে যান ২০২০ সালে।
সরকার পতনের দিন গত ৫ অগাস্ট আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান মো. ময়নুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হলেন বাহারুল আলম।
অপরদিকে গত ৬ অগাস্ট ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মো. মাইনুল হাসান। তিনি পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ছিলেন। তার স্থলে এখন নতুন দায়িত্ব পেলেন সাজ্জাত আলী।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাসে দ্বিতীয় দফায় পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “আজকে (বুধবার) পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে।
“প্রশাসনসহ বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতার প্রশ্ন উঠছে, সেখানেও পরিবর্তন নিয়ে আসা হবে। আমরা জনকল্যাণ ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি করতে যেন সক্ষম হই, সেজন্য এই কাজগুলো করা হচ্ছে।”
ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়ে, ঠিক তখন আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পাওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে পুলিশের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয় ময়নুল ইসলামকে। ৫৮ বছর বয়সী ময়নুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন ১৯৯১ সালের ১ জানুয়ারি। এক সময় তিনি র্যাবেও দায়িত্ব পালন করেছেন।
সংখ্যাতিরিক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক থেকে মহাপরিদর্শকের দায়িত্ব পান ময়নুল। কয়েক মাস পরই তিনি স্বাভাবিক অবসরে যেতেন। এর আগেই তাকে সরানো হল।
আওয়ামী লীগ সরকার পতনের আগে দায়িত্ব পালন করা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এখনও লাপাত্তা। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। আন্দোলনে প্রাণহানির একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধেও। আসামি হয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরও।
সূত্রঃ বিডিনিউজ২৪